প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত: পরশ

প্রথম আলোকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এদের কারণে গণতান্ত্রিক ব্যবস্থা বারবার সংকটে পড়ে। এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একইসঙ্গে প্রথম আলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীচরে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
দেশের প্রতি শেখ হাসিনার যে মমত্ববোধ আছে তা আর কারো নেই দাবি করে শেখ ফজলে শামস পরশ বলেন, শেখ হাসিনাকে ভোট দিলে জীবনমানের উন্নতি অব্যাহত থাকবে। এ দেশের প্রতি শেখ হাসিনার যে মমত্ববোধ তা আর কারো নেই। কিন্তু একটি গোষ্ঠী সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রে মেতেছে।
বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা পুরোনো কায়দায় আবারো ক্ষমতায় যেতে চায়।
পূর্বপশ্চিমবিডি/এসএম