দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি খুনোখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ দ্বারা ছাত্রছাত্রী নির্যাতন/অনৈতিক কর্মকাণ্ড অহরহ ঘটছে। সরকারের পৃষ্ঠপোষকতায় ধরাছোঁয়ার বাইরে থেকে আলিশান জীবন-যাপন করছে ইয়াবা কারবারিরা।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
সম্পর্কিত খবর
সময় থাকতে সরকারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণকে রেহাই দিন। গণতন্ত্র ফিরিয়ে দিন। সুশাসন ও ন্যায়বিচার কায়েম করুন। অন্যথায় সামনে বিপদ অপেক্ষা করছে।
তিনি বলেন, জনগণের মনোভাব বুঝার চেষ্টা করুন। তাহলে সঠিক উত্তর ও পন্থা পেয়ে যাবেন। ক্ষমতায় থাকার লোভ বিপদের কারণ হতে পারে। অতীত অভিজ্ঞতা তাই বলে।
এলডিপি প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশে বিপুল অস্ত্র ঢুকছে। পুলিশ বাহিনী বিষয়টি জানে না এমন নয়, কিন্তু কেন অবৈধ অস্ত্র জব্দ করা হচ্ছে না। দেশের দেড় লাখ অস্ত্রের হালনাগাদ তথ্য নেই পুলিশের কাছে। অথচ ২০১৮ সালে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দিনের ভোট রাতে সম্পন্ন করেছিলো। পুলিশ ও র্যাব জানে অবৈধ অস্ত্র কোথায় আছে। দেরিতে হলেও এ অবৈধ অস্ত্র জব্দের উদ্যোগ নিতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম