কিছু হলেই ওবায়দুল কাদের বলেন ‘খেলা হবে’: শাহজাহান ওমর

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ওবায়দুল কাদের কিছু হলেই বলেন খেলা হবে। তিনি কবে কখন কোথায় খেলবেন জানালে আমরা খেলোয়াড় নিয়ে চলে আসবো।
শনিবার (৪ মার্চ) সকালে বরিশাল নগরের আমতলা মোড় এলাকায় মহানগর বিএনপি আয়োজিত কোতোয়ালি থানা এলাকার পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চাঁদমারি এলাকায় শেষ হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সৃষ্টি। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কারাবন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয় আন্দোলন করার আহ্বান জানাই।
এদিকে মহানগর বিএনপির আয়োজনে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা এলাকাতেও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় বিএনপি ১৫ জন নেতা পৃথক তিনটি পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম