সরকারের মন্ত্রী-এমপি কে কি বললো শুনতে চাই না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের মন্ত্রী-এমপি কে কি বললো তা শুনতে চাই না। জবাবও দিতে চাই না। ফায়সালা হবে রাজপথে। আমরা রাজপথে আছি, থাকবো।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সম্পর্কিত খবর
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাধারণ মানুষের কথা বাদ দেন, ব্যবসায়ীরাও ভালো নেই। তারা এলসি খুলতে পারে না। ব্যাংক টাকা দিতে পারে না। ব্যাংকের টাকা দুই বোনের আঁচলের নিচে। এটার জন্য তথ্য প্রমাণের প্রয়োজন নেই।
তত্ত্বাবধায়ক ছাড়া কোনো পথ নেই উল্লেখ করে তিনি বলেন, আপনি সরাসরি মাঠে আসেন, নির্বাচনে আসেন। সেই নির্বাচনে বিএনপিসহ সব দলই অংশ নেবে। যদি বলেন সংবিধানে নেই, তাহলে আপনি সবই তো করতে পারেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে আনেন। তাহলে আর আমাদের আন্দোলনের দরকার নেই। আমরা যথাসময়ে নির্বাচনে অংশ নেব। এছাড়া আর কোনো পথ নেই।
পূর্বপশ্চিমবিডি/এসএম