• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
  • ||

জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন নিয়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. আবদুল হাফিজের একক বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল বলে জানিয়েছেন তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।

এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন বিচারিক আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে জেলা জজ আদালত বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জিএম কাদের।

গত বছরের ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।

জিএম কাদের
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close