নির্বাচনে বিএনপির আসা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে বিএনপির আসা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমি একজন রাজনৈতিক মানুষ হিসেবে মনে করি- তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে।
সম্পর্কিত খবর
তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশে কোনো দিন ক্ষমতার পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান, এ দেশে তা অসম্ভব। এ বিষয়টি দেশের জনগণও জানে, বুঝতেও পেরেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড, জঙ্গি দমন, অগ্নি সন্ত্রাস দমনে অনেক পুলিশ শাহাদাত বরণ করেছেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে আহ্বান করেছিলেন, সেই পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের বন্ধুতে পরিণত হযেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম