• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
  • ||

উনার বোধ হয় সময় শেষ, কাদেরকে উদ্দেশ্য করে ফখরুল

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৪৮
নিজস্ব প্রতিবেদক

‘বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনার বোধ হয় সময় শেষ হয়ে এসেছে, সেজন্য এখন প্রলাপ করছেন। এসব কথা বলে লাভ নেই।

তিনি বলেন, বিএনপি ও সমমনা জোটগুলো একটা লক্ষ্যেই এগুচ্ছে, সেটা হচ্ছে- এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচন তো আমরা করতেই চাই, সেটা এই সরকারের অধীনে নয়। নিশ্চয়ই আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এরমধ্যে ওসব কথা বলে তো কোনো লাভ নেই।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘আগে বিএনপির সুর গরম ছিল এখন নরম হয়েছে’- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এগুলো কথার উত্তর দেওয়া একেবারেই ভালো মনে করি না। এগুলো মাঠে প্রমাণিত হবে। রাজপথে প্রমাণিত হচ্ছে। উনি তো পালাবার পথ খুঁজছেন। আমার বাসাতেও পালিয়ে থাকার কথা বলেছেন।

‘বিএনপি ভাঙন সংকটের মুখে পড়েছে’- আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে এ সমস্ত কথা বলা। মিথ্যা কথা না বললে তো হবে না। আর আওয়ামী লীগ তো মিথ্যা বলে টিকে থাকে। আমি কালকেও বলেছি, চাপাবাজি করা তাদের একটা স্বভাব।

সমমনা জোটের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক লুটেরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে যুগপৎ গণআন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৈঠক ছিলো। এটা আমাদের রুটিন বৈঠকের মধ্যে একটা। চলমান আন্দোলনের প্রেক্ষিত ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। চার তারিখে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি,ওবায়দুল কাদের,আওয়ামী লীগ,সময়
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close