এখন একটাই লক্ষ্য, সরকারকে হটাতে হবে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব দল ও ব্যক্তির সম্মিলিত আন্দোলনে এ ফ্যাসিস্ট সরকারকে হাটিয়ে সম্মিলিত সিদ্ধান্তে পরবর্তী সরকার হবে। রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন করা হবে। ২৭টি পয়েন্টে এর বাইরেও যদি নতুন কোনো প্রস্তাবনা জনগণের পক্ষ থেকে আসে সেটা আমরা বিবেচনা করব। এখন শুধু একটাই লক্ষ্য, এ সরকারকে হটাতে হবে।
শনিবার (২৮ জানুয়ারি) গণস্বাস্থ্য নগর হাসপাতালের হল রুমে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব সমমনা দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যুগপৎ আন্দোলন। এ বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। দেশের প্রেক্ষাপটে আমাদের আন্দোলনের লক্ষ্যমাত্রা একটাই। এ স্বৈরাচারী সরকারের পতন। সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে ব্যবহার করে আন্দোলন দমনোর চেষ্টা করছে। মনে রাখতে হবে আমরা জীবনের বিনিময়ে আন্দোলন করছি।
তিনি বলেন, গত আন্দোলন ও সংগ্রামে বর্তমান সময়ের মতো পরিস্থিতি ছিল না। আমাদের নিজ উদ্যোগে দেশের স্বার্থে এগিয়ে যেতে হবে। যার যার অবস্থান থেকে আন্দোলনকে সফল করতে হবে। দেশের মানুষ বাঁচতে চায় সেজন্য তারা প্ল্যাটফর্ম খুঁজছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম