‘কসম করে বলতে পারি হারুন নিজ ইচ্ছে পদত্যাগ করেন নাই’

বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনুর রশীদ নিজ ইচ্ছে পদত্যাগ করেন নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
তিনি বলেন, গণতন্ত্র মানে হলো মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের সেবা করা। কিন্তু মানুষের ভোট নিয়ে নিজের পকেটটা ভরার পরে গণতন্ত্রের নামে তিনি (হারুন) সংসদ থেকে পদত্যাগ করেছেন। আমি কসম করে বলতে পারি এ হারুন নিজ ইচ্ছে পদত্যাগ করেন নাই। ওই একটা আগুনের গোল্লা খালেদা জিয়ার পোল্লা তারেক জিয়া লন্ডনে বসে বলেছেন তোমরা যে পাঁচজন সংসদে আছো, পদত্যাগ করলে এ সরকার থাকবে না।
সম্পর্কিত খবর
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় আব্দুর রহমান এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকা প্রার্থী আব্দুল ওদুদসহ অন্যরা।
পূর্বপশ্চিমবিডি/এসএম