বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায় বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে খান বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
জাহিদ মালেক বলেন, তারা ভোটে আসতে চায় না, ভোটের কথা বলে না। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসে না।
তিনি বলেন, বিএনপি খালি চায় ক্ষমতা, বলেন তো তারা ক্ষমতা নিয়ে কি করবে? ক্ষমতা নিয়ে কি গ্রেনেড হামলা করবে, মানুষকে না খাইয়ে রাখবে নাকি আগুনে পোড়াবে?
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনার ব্যয় বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী মানুষকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম