বিএনপি পাকিস্তানের আদর্শের অনুসারী দল: হানিফ

বিএনপিকে পাকিস্তানের আদর্শের অনুসারী দল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে কথা বলার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, তারা মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী নয়।
সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন।
সম্পর্কিত খবর
মাহবুব উল আলম হানিফ বলেন, যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো আপনারা প্রস্তুত থাকবেন। এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। উঠতে গেলে তাদেরকে প্রতিহত করতে হবে।
দেশব্যাপী বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ‘শান্তি সমাবেশ’ ব্যানারে আয়োজিত এ শান্তি সমাবেশে তিনি বলেন, আজকে এমন সময়ে আমরা সমাবেশ করছি, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে, তখন বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম