আমরা আন্দোলনে রয়েছি, আশা করি জয়লাভ করবো: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা আন্দোলনে রয়েছি, আশা করি এই আন্দোলনে জয়লাভ করবো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবো। তারপর দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে বিএনপি-গণফোরাম সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারের উচ্ছিষ্টভোগী যে সব দল রয়েছে তারা ছাড়া বাকি সব দল সরকারের পরিবর্তন চায়। একটি নিরপেক্ষ সরকার চেয়ে যার মাধ্যমে ভোটাধিকার ফিরে আসবে এবং যার ভোট সে দিতে পারবে। সে ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি।
তিনি বলেন, ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনে দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেদিন গণফোরাম এই কর্মসূচি পালন করবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম