দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে: নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজ থেকে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছে। এরপর কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে- সেটা নিয়ে আলোচনার সময় এখন না। দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিজয়নগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সম্পর্কিত খবর
নুরুল হক নুর বলেন, দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। যার যা কিছু আছে তাই নিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকার সহিংসতা করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে ছাত্রলীগ, যুবলীগ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তিনি এর নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
নুর বলেন, হেফাজতের মতো বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তনে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে। এটা বিএনপির জন্য ভালো হবে না।
তিনি বলেন, বেহেশতের কথা বলে সরকার দেশকে নরকে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। লুটপাট করে দেশকে ফাঁকা করে ফেলেছে। তাই দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে।
পূূর্বপশ্চিমবিডি/এসএম