• শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই, বিএনপিকে কাদের

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:২৬
নিজস্ব প্রতিবেদক

বিএনপি সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন দূতাবাসে গিয়ে বসে থাকে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করে কোনো লাভ নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার শ্যামপুর বালুর মাঠে কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

‘শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা নেই’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনারা যারা এই দেশে হ্যাঁ/না ভোট করেছেন, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা থাকার দরকার নেই। শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের আস্থা আছে।

বিএনপি এখন উভয় সংকটে মন্তব্য করে তিনি বলেন, একদিকে আন্দোলন, অন্যদিকে নির্বাচন। আসলে তাদের তো নেতা ঠিক নেই। আবার ২০ দলীয় জোটের অবস্থাও ভালো নয়। তারা আসলে কী করবে বুঝতে পারছে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিএনপি,আওয়ামী লীগ,স্বপ্ন,ওবায়দুল কাদের
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close