লাইফসাপোর্টে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৮:৫১ | আপডেট : ১৩ জুন ২০২২, ১৯:১৬

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জুন) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল পূর্বপশ্চিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
হাসপাতাল থেকে তিনি বলেন, নির্মল রঞ্জন গুহের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার হার্টে দুই টি স্টেন্ট বা রিং বসানো হয়েছে। আমরা দেশবাসীকে তার দোয়া করার অনুরোধ জানাই।
স্বেচ্ছাসেবক লীগ নেতা ম. আব্দুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে অবস্থান করছেন।
পূর্বপশ্চিম- এনই