সিঙ্গাপুর যাচ্ছেন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের মেডিকেল চেকআপের (স্বাস্থ্য পরীক্ষা) জন্য আগামী মঙ্গলবার (২৪ মে) সিঙ্গাপুর যাচ্ছেন ।
এ তথ্য নিশ্চিত করে রোববার (২২ মে)জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামী ২৪ মে বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৯ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
সম্পর্কিত খবর
জিএম কাদের সিঙ্গাপুরে অরচার্ড হোটেলে অবস্থান করবেন। বিরোধীদলীয় উপনেতার একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এ সময় তার সফরসঙ্গী হবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৯ মে জিএম কাদের দেশে ফিরবেন বলে জানান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, ২৯ মে সিঙ্গাপুর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৬ বিমানে বাংলাদেশের উদ্দেশে রওনা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
পূর্বপশ্চিম- এনই