নিত্যপণ্যের দাম কমাতে দরকার বিএনপি সরকার: দুদু

নিত্যপণ্যের দাম কমাতে বিএনপি সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
শামসুজ্জামান দুদু বলেন, তেল, চাল এবং ডাল থেকে এমন কোনো নিত্যপণ্যের জিনিস নাই যেটার দাম একশো গুণ থেকে দুইশো গুণ বাড়ে নাই। এই দাম কমাতে হলে খালেদা জিয়ার সরকার দরকার। বিএনপির সরকারের দরকার।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। আর দাবি একটাই, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোন কথা কথা বলে লাভ হবে না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে হবে। আর বিএনপি তাতে যোগ দেবে, সেটি ভুল হবে।
দেশের চলমান সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, এই সঙ্কট মিটাতে পারে বেগম খালেদা জিয়ার মুক্তি। দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি মীমাংসিত হতে পারে দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে। দেশে যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছে, তার থেকে বেরিয়ে আসার একটা মাত্র পথ- মুক্তিযুদ্ধের বিজয়ীরা যে গণতন্ত্রের পতাকা ও স্বাধীনতার পতাকা উড়িয়ে ছিলেন, সেই জায়গায় ফিরিয়ে যাওয়া। এর বাইরে আর কোনো পথ নেই।
পূর্বপশ্চিমবিডি/এসএম