• শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

ন্যূনতম শিষ্টাচার আ. লীগ নেতাকর্মীদের মধ্যে নেই: নুর

প্রকাশ:  ২১ মে ২০২২, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম শিষ্টাচার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শনিবার (২১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শোক হোক শক্তি, গণতন্ত্র পাক মুক্তি' শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

সভায় নুরুল হক নুর বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে যারা কবর দিতে চেয়েছে, জনগণের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে, বিদেশে অর্থ পাচার যারা করেছে, তাদের বিচার হবেই হবে। একটা দেশের প্রধানমন্ত্রী যেভাবে ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছেন, চিন্তা করেন একটা জাতির ভাগ্যে কী আছে। ন্যূনতম শিষ্টাচার এই দলের (আওয়ামী লীগ) নেতাকর্মীদের মধ্যে নেই। থাকবে কী করে একটা দলের প্রধান তিনি তো মাস্তানদের ভাষায় কথা বলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নেতাকর্মী,নুরুল হক নুর,আওয়ামী লীগ,গণ অধিকার পরিষদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close