খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী: কাদের

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপিপন্থী চিকিৎসকরা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখানো কথা বলছেন। বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
সোমবার (২৯ নভেম্বর) সকালে নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যাকে মারতে চেয়েছিলেন তিনিই মানবতা দেখিয়েছেন। এছাড়া জিয়াউর রহমান না থাকলে বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস পেতো না খুনিরা।
ইউপি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। তিনি বলেন, নিজেরা নিজেদের শত্রু হবেন না। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে। তারা সরকারের অর্জন ম্লান করে দিচ্ছে।
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের হাফ ভাড়ার বিষয়টি বিবেচনা করতে বেসরকারি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।
আওয়ামী লীগ আওয়ামী লীগের শত্রু হলে বাইরের শত্রুর প্রয়োজন নেই। তাই কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে। কলহ কোন্দল বন্ধ করতে হবে। ক্ষমতার দাপট দেখাবেন না।
পূর্বপশ্চিমবিডি/এআই