বিএনপি নেতারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে: নিখিল

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে একমুঠো চাল দেয়নি বিএনপি নেতারা। তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নারাও আজ মানুষের পাশে নেই। তারা শুধু মুখে বড় বড় কথা বলছে। বাস্তবে জনকল্যাণে তাদের কোনো ভূমিকা নেই।
মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর মিরপুর বাইশবাড়ী বাইতুল আহছান জামে মসজিদ এলাকায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত ইসলাম বুলবুল, বায়তুল আহছান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনিসুর রহমান প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি