এমপির বাসা থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা খুন

সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজের বাসা থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু। নিহত মিরু সিঙ্গাইর কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্পর্কিত খবর
জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মিরু। উপজেলার পুরাতন গোডাউন চত্বরে হামলার শিকার হন তিনি। সিএনজিচালিত অটোরিকশায় ওঁৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।
পরে মিরুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হলো।
পূর্বপশ্চিমবিডি/ এনএন