ইব্রাহিম খালেদের মৃত্যুতে হানিফের শোক

খ্যাতিমান ব্যাংকার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার এক শোকবার্তায় হানিফ বলেন, প্রখ্যাত ব্যাংকার ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা খোন্দকার ইব্রাহিম খালেদের বহুমুখী কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল ২০১০ সালে পুজিবাজারে ধ্বংসের পর তদন্ত প্রতিবেদন প্রণয়ন। আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়েও গণমাধ্যমে সরব ছিলেন প্রয়াত এ ব্যাংকার।
সম্পর্কিত খবর
তিনি আরো বলেন উচ্ছ্বল, প্রাণবন্ত, মননে তরুণ খোন্দকার ইব্রাহিম খালেদ ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠানের জটিল হিসাব নিকাশ করেছেন সহজ সরলভাবে। কর্মজীবনে তুমুল ব্যস্ততার মাঝেও পছন্দ করতেন শিশু কিশোরদের সান্নিধ্য। শেষ পর্যন্ত যুক্ত ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার আসরের সঙ্গে। রাষ্ট্র ও সমাজের বাতিঘর হিসেবে কাজ করেছেন ইব্রাহিম খালেদ। তাঁর এই চলে যাওয়া অপূরণীয় শূন্যতা।
শোকবার্তায় হানিফ মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, আজ ভোরের দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইব্রাহিম খালেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর।
পূর্বপশ্চিমবিডি/এসএস