জনগণের আদালতে দাঁড়াতে প্রস্তুত হন: রিজভী

জনগণের আদালত সবচেয়ে বড় আদালত উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সেই আদালতের প্রধান বিচারপতি জনগণ। আমি আওয়ামী লীগ ক্ষমতাসীনদের বলতে চাই, জনগণের আদালতের সামনে আপনাদের দাঁড়াতে হবে, প্রস্তুত হন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রসক্লাবের সামনে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
রুহুল কবির রিজভী বলেন, আল জাজিরায় প্রচারিত খবর ঢাকতে দেশের শ্রেষ্ঠ সন্তানের খেতাব বাতিলের পাঁয়তারা করছে। এই খেতাব বাতিল হলে আপনি (সরকার) অপমানিত হবেন, জিয়াউর রহমানের কিছু হবে না। জিয়াউর রহমান সুপ্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ডা. দোলন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি