মেয়র লোকমানের হত্যাকারীই এখন নৌকার প্রার্থী

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভা নির্বাচনে নরসিংদীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন মেয়র লোকমান হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশরাফ হোসেন সরকার।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
সম্পর্কিত খবর
নেতাকর্মীরা জানান, ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেই হত্যা মামলার এজাহারভুক্ত এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি আশরাফ হোসেন সরকার।
এছাড়া প্রায় এক যুগ ধরে আশরাফ হোসেন সরকার দলীয় কোনও কর্মকাণ্ড ও পদপদবিতে নেই। এমন লোককে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম