রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতির ওপর গভীর রাতে হামলা

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের ওপর গভীর রাতে নিজ শয়নকক্ষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাসেল মিয়া উপজেলার পালোপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
সম্পর্কিত খবর
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, দলীয় কার্যক্রম শেষে বুধবার রাত ২টার দিকে বাড়ি আসি। সেই সময় তালা খুলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে রাসেল নামে এক যুবক আমাকে জাপটে ধরে।
আমি চিৎকার দিলে সে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় আমার বাড়ির লোকজন চিৎকার শুনে আমাকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে থানায় একটি অভিযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বুধবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবের বাড়ির লোকজন এক যুবককে আটক করেছেন। পরে তারা ওই যুবককে থানা পুলিশের হেফাজতে দিয়েছেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/ এনএন