করোনায় ফেনীর আওয়ামী লীগ নেতার মৃত্যু
প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ২২:০৫

জুলফিকুল সিদ্দীকি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকুল সিদ্দীকি মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরের দিকে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ঘোপাল ইউনিয়নের নিজকুনজরা আলোকদিয়া গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জুলফিকুল শরীরে করোনাভাইরাস শনাক্তের পর ফেনীতেই চিকিৎসা নিচ্ছিলেন। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
সম্পর্কিত খবর
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস