দল ছেড়ে যাওয়া ৬ নেতার সদস্যপদ বাতিল করলো ওয়ার্কার্স পার্টি

শৃঙ্খলাবিরোধী তৎপরতায় জড়িত হওয়ার দায়ে ৬ নেতার সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পলিটব্যুরো সভা থেকে এ সিদ্ধান্ত এসেছে বলে রোববারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সদস্যপদ বাতিল হয়েছে যাদের তারা হলেন- পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ, কেন্দ্রিয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, মোফাজ্জেল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম কংগ্রেস বর্জনকারী যে সকল সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছিল, পার্টির শৃঙ্খলাবিরোধী তৎপরতায় জড়িত হওয়ায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।
দল ছাড়ার কারণ হিসেবে বিমল বিশ্বাস সাংবাদিকদের জানান, মার্কস-লেনিনের আদর্শের কথা বললেও বাস্তবে তার নীতি-কৌশল-সংগঠন এবং ওয়ার্কার্স পার্টি কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই।
এর আগে ৫ নভেম্বর রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশারা দলের দশম কংগ্রেসের আয়োজন করলে তা বর্জন করেন সাত নেতা। পরে দলে তাদের সদস্যপদ স্থগিত করে।
এদিকে ২১ দফা দাবিতে ৬ বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি নিয়েছে ওয়ার্কার্স পার্টি। তা হলো- ২৮ ডিসেম্বর খুলনা বিভাগের সমাবেশ হবে যশোরে, ১৩ জানুয়ারি বরিশালে, ৩১ জানুয়ারি চট্টগ্রামে, ২৫ জানুয়ারি রংপুরে, ৭ ফেব্রুয়ারি সিলেটে, ৮ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত হবে ওয়ার্কার্স পার্টির সম্মেলন।
পূর্বপশ্চিমবিডি/কেএম