Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশে মানববন্ধন করছে বিএনপি

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত দুদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। সারাদেশে এ মানববন্ধন কর্মসূচিতে নিচ্ছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

মানববন্ধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে মহানগর ও জেলা বিএনপি। নেত্রীর মুক্তির দাবিতে মানববন্ধনে বড় জমায়েতের চেষ্টা করবে বিএনপির নেতাকর্মীরা, এমন ইঙ্গিত দিয়েছেন তারা।

জেলা ও মহানগর পর্যায়ে এ মানববন্ধনে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন।

গত রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে বলেও জানান ফখরুল।

তিনি আরও জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হবে। এর পর রংপুরেও সমাবেশ হবে বলে জানান তিনি।


পূর্বপশ্চিমবিডি/এসএম

বিএনপি,খালেদা জিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত