Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬
  • ||

সিঙ্গাপুরে নেয়া হলো বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়াকে

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৯, ১৯:১২
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট icon
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ফ্লাইট নং SQ449 Airbus A330-300) তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

তার ব্যক্তিগত সহকারি মো. মোকছেদুর রহমান আবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আজ (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার আরো অবনতি হলে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে। নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদন্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ব্যারিস্টার রফিক ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া গেছেন।


পূর্বপশ্চিমবিডি/কেএম

বিএনপি,সিঙ্গাপুর,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত