Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪ আশ্বিন ১৪২৬
  • ||
শিরোনাম

দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবর্তন আনা সময়ের ব্যাপার: রেজা কিবরিয়া

প্রকাশ:  ২৮ মে ২০১৯, ০০:২৬
সিলেট প্রতিনিধি
প্রিন্ট icon

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব। জনগন ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন আনা সময়ের ব্যাপার। আমাদের যে লক্ষ্য আছে, সেটাকে অর্জন করতে হলে এবং স্বাধীনতার লক্ষ্যকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে ঐক্য গড়ে তুলতে হবে।

সোমবার (২৭ মে) সিলেট জেলা ও মহানগর গণফোরাম আয়োজিত নগরের জেলরোডস্থ একটি হোটেলের সভাক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় রেজা কিবরিয়া দেশের গুণগত পরিবর্তন ও দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

গণফোরাম সিলেট মহানগর সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এমদাদুল হক শামীম ও অ্যাডভোকেট লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল, ব্যারিস্টার আরশ আলী, সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

পিপিবিডি/জিএম

গণফোরাম,সাধারণ সম্পাদক,ড.রেজা কিবরিয়া,সিলেট জেলা,ইফতার মাহফিল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত