এক ফায়ার ফাইটার আহত
এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ৬

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন নয়তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় একটি দোকানে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। এসময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। এছাড়া ভবনের ৬ জন বাসিন্দাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টায় লাগা আগুন রাত ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
সম্পর্কিত খবর
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, এখন আশঙ্কামুক্ত। এছাড়া ওই ভবনের ছয়জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, রাত সাড়ে ৭টায় লাগা আগুন রাত ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম