কাপ্তানবাজারে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ ৭
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১১:২৭

রাজধানীর কাপ্তানবাজারে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ৭ জন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্পর্কিত খবর
দগ্ধরা হলেন - রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গিতা রানি দে (৬৫) ও আফজাল।
রাজুর ভাইয়ের ছেলে শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কি থেকে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধ ৭ জনই চিকিৎসাধীন রয়েছে।
এর আগে রোববার (২৬ মার্চ) রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বপশ্চিমবিডি/এসএম