রাজধানীর মালিবাগে বাসে ট্রেনের ধাক্কা

রাজধানীর মালিবাগ রেলগেটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কা লেগেছে। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাত ৯ দিকে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
সম্পর্কিত খবর
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলি বলেন, ‘সোহাগ পরিবহনের একটি বাস পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আটকে আছে তাই আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, রেলক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসটিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধাক্কা দেয়। এতে বাসটি পুরোপুরি রাস্তা থেকে সরে যায়।
বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে সব যাত্রী নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। আর ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ফিরছিল বলে জানা গেছে।