মুগদায় সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১১:০৫

রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে সাদ্দাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. হিমেল নামে আরো একজন।
মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদা স্টেডিয়ামসংলগ্ন বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহত যুবক ওই ট্রাকটির চালকের সহযোগী ছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম ছাড়া পুরো পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহত হিমেলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম