রাজধানীর সীমান্ত স্কয়ারের নতুন ভবনে আগুন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮

রাজধানীর সীমান্ত স্কয়ারের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিন ইউনিট।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সম্পর্কিত খবর
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সীমান্ত স্কয়ারের নতুন ভবনে আগুন লেগেছে। বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম