দেশে আরো নয়জনের করোনা শনাক্ত
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৩

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো নয়জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জন অপরিবর্তিত রয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্পর্কিত খবর
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ২৪২ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৪ শতাংশ।
পূর্বপশ্চিমবিডি/এসএম