• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
  • ||

আইএমএফের ঋণ দেশের জন্য বোঝা হবে না: সালমান এফ রহমান

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৮
নিজস্ব প্রতিবেদক

বর্তমানে দেশের অর্থনীতি ভালো আছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ঋণ দেশের জন্য বোঝা হবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা আর্ট সামিটের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, বিশ্বব্যাপী মন্দা চলছে। এর প্রভাবে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সতর্কতার অংশ হিসেবে এই ঋণ নেয়া হয়েছে।

তিনি বলেন, আইএমএফ এর ঋণ সতর্কতার অংশ হিসেবে নেয়া হয়েছে। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে নিজেরা সতর্ক থাকতেই এই ঋণ। এই মুহূর্তে দেশের অর্থনীতি ভালো আছে, তাই আইএমএফের ঋণ দেশের জন্য কোনো বোঝা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সালমান এফ রহমান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close