পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা রোববার
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫ | আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৭

বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি’র প্রতিষ্ঠাতা পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত খবর
স্মরণসভায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
পূর্বপশ্চিমবিডি/এসএম