মগবাজারে বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি: সিটিটিসি

রাজধানীর মগবাজারে একটি ওষুধের দোকানের সামনে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
সম্পর্কিত খবর
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা আমরা পাইনি। কেউ হয়তো ট্রানজিট পয়েন্ট হিসেবে সেখানে ককটেলগুলো রেখেছিলো। জর্দার কৌটা দিয়ে দেশিয় পদ্ধতিতে ককটেলগুলো তৈরি করা হয়েছিলো।
গত ২৩ জানুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মগবাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে ও উজ্জ্বল হোটেলের পাশে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন।
আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটিটিসি প্রধান বলেন, আমরা ধারণা করছি, কেউ হয়তো বিস্ফোরকটি রেখে গিয়েছিলো।
পূর্বপশ্চিমবিডি/এসএম