রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ভবনে আগুন
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ২০:২৩

রাজধানীর দৈনিক বাংলা মোড় এলাকায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটিতে ‘দৈনিক আজকের সংবাদ’ নামের একটি পত্রিকার অফিস রয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত।
সম্পর্কিত খবর
আজকের সংবাদের কর্মকর্তা মেহেদী হাসান সুমন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে ভবনে আগুন লাগার কথা শুনি। অফিস থেকে বেরিয়ে দেখি বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
এরই মধ্যে ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম