দাম বাড়লো গ্যাসের
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪৪

বিদ্যুতের দাম বাড়ানোর পর আবাসিক ছাড়া বাকি সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। বুধবার দাম বাড়িয়ে জ্বালানি ও খনিজ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যুতে প্রতি ইউনিট ৫.২ টাকা থেকে ১৪ টাকা। শিল্পকারখানার ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়বে। বাড়তে পারে বিদ্যুতের দামও।
সম্পর্কিত খবর
আর শিল্পকারখানার পণ্য উৎপাদনেও ব্যয় বেড়ে পণ্যের দাম বাড়বে। রপ্তানিমুখী পোশাক শিল্পে উৎপাদন ব্যয় বেড়ে রপ্তানি ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।