জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৭ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:৩১

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত খবর
সংবাদ সম্মেলনে নিরাপত্তা বিষয়ে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো খুদেবার্তা হয় এ তথ্য জানানো হয়।
এদিকে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম