বুয়েটে ফারদিনের জানাজা বাদ জোহর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাবা

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ জোহর বুয়েটের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা হবে।
ফারদিনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন বুয়েট শিক্ষার্থীর বাবা সাংবাদিক কাজী নুর উদ্দিন রানা।
সম্পর্কিত খবর
ফারদিনের বাবা সাংবাদিক কাজী নুর উদ্দিন রানা বলেন, ‘মঙ্গলবার দুপুরে তার মরদেহ বুয়েট ক্যাম্পাসে নেয়া হবে। সেখানে জোহরের নামাজের পর হবে প্রথম জানাজা।’
তিনি আরও বলেন, ‘ফারদিনকে হত্যার মধ্যে দিয়ে বুয়েটের সব শিক্ষার্থীর প্রাণও হত্যা করা হয়েছে। এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড। আমি এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে।’