বাড্ডায় বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১৯:৫১ | আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৫৫

রাজধানীর বাড্ডায় একটি বাসায় রান্নার কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বারিধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান এ তথ্য জানান।
সম্পর্কিত খবর
তিনি বলেন, বিকেল ৪টা ২৫ মিনিটে খবর আসে মধ্য বাড্ডার একটি বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। পরে বারিধারার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।