ডিএমপির পাঁচ থানার ওসি রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। পাঁচ থানা হলো- রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।
সম্পর্কিত খবর
আদেশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে রমনা মডেল থানায়, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি. এম. ফরমান আলীকে গুলশান থানায়, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারকে তুরাগ থানায় ও রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে বিমানবন্দর থানায় পদায়ন করা হয়েছে।
একই আদেশে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম