‘এসএম আহসান স্মৃতি পুরস্কার’ পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ‘এসএম আহসান স্মৃতি পুরস্কার’ পেলেন সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার।
শনিবার (২৮ মে) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ পুরস্কার দেওয়া হয়।
সম্পর্কিত খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদ। তিনি বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ নিয়োজিত। পুলিশ হাসপাতাল আরো আধুনিক করা হবে।
এসময় তিনি মহামারি করোনাকালে বাংলাদেশ পুলিশের অবদান তুলে ধরেন।
এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, ‘পুরস্কার পরিশ্রম করার উৎসাহ আরো বাড়িয়ে দেয়। বিরামপুর সার্কেলে এএসপি থাকা অবস্থায় সাধারণ মানুষের খুব কাছে গিয়ে তাদের সেবা দিতে চেষ্টা করেছি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া, মাদক প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিহত করার জন্য যে কাজগুলো করেছিলাম- তার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার।’
উল্লেখ্য, মিথুন সরকার ৩৩তম বিসিএস-এ এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
পূর্ব পশ্চিম/জেআর