আলোচিত ১০০ হত্যা মামলা নিয়ে বই প্রকাশ

বঙ্গবন্ধু হত্যা মামলা থেকে শুরু করে জেল হত্যা মামলাসহ আলোচিত ১০০টি হত্যা মামলার রায় নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বইটির মোড়ক উন্মোচন করেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
সম্পর্কিত খবর
‘অ্যান ওভারভিউ অব হান্ড্রেড সেনসেশনাল মার্ডার কেসেস অব বাংলাদেশ’ শিরোনামে বইটি লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বক্তব্য রাখেন— জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, শামসুল হক ও আইনজীবী ফজলুল হক খান ফরিদ।
বইয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কুটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা, এরশাদ শিকদারের মামলা, সালেহা খুকি, মুফতি হান্নান, ফৌজিয়া রহমান চাপার মামলা, শারমিন রিমা হত্যাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলার রায় রয়েছে।
পূর্বপশ্চিম/এনএন