বাংলাদেশে আরসার উপস্থিতি নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে রাখাইনের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) উপস্থিতি নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা বাংলাদেশে আরসা দেখিনি।
রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্পর্কিত খবর
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা দেখতে চাই কারা কারা আরসা। জাতিসংঘের প্রতিনিধি যদি বলে থাকেন, তাহলে তারা দেখিয়ে দিক, আমরা দেখি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের ফ্রি মোবালিটি (অবাধ চলাচল) দিতে রাজি নই। তারা (জাতিসংঘসহ অন্যান্য বিদেশি সংস্থা বা দেশ) যদি কেউ রোহিঙ্গাদের উন্নত জীবন দিতে চান, তাহলে তাদের নিয়ে যাক।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি