যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:২১ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৪

যুক্তরাষ্ট্র র্যাবকে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোন আলাপের বিষয়ে ড. মোমেন জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিজয়ের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানান। তবে তারা যে র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেনি, এটা জানিয়েছি।
সম্পর্কিত খবর
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি