কেরানীগঞ্জে পর্নভিডিও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে পর্নগ্রাফির ভিডিও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জের ইমামবাড়ী কবরস্থান রোডের মোদাচ্ছের মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কম্পিউটারে ভিডিও পর্নাগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- আরিফুল ইসলাম (৩৩), পারেভজ আলী (২০), মো. রনি (৩১) ও মো. আব্দুল্লাহ (২৫)।
সম্পর্কিত খবর
এ সময় তাদের কাছ থেকে তিনটি মনিটর, তিনটি সিপিইউ, তিনটি মাউস, সাতটি হার্ডডিস্ক, একটি কী-বোর্ড, পাঁচটি কার্ডরিডার, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে অশ্লীল ছবি ও ভিডিও কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএস